পোস্টগুলি

মার্চ, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্ন সবসময় বড় করে দেখা উচিৎ এবং তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন।

স্বপ্ন মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগায়। স্বপ্নহীন মানুষ উদ্দেশ্য বিহীন পথিকের মতো। যার স্বপ্ন যতো সুন্দর সে জীবণটাকে ততো সুন্দরভাবে সাজাতে পারে। তাই "স্বপ্ন দেখা" ছাত্রজীবন থেকেই শুরু করা প্রয়োজন। এতে স্বপ্ন পূরণে অনেক বেশি সময় পাওয়া যায়। স্বপ্ন নানা রকমের হতে পারে। যেমন, কারও স্বপ্ন তার সুন্দর পরিবারকে ঘিরেই সীমাবদ্ধ। কারওর স্বপ্ন শহরের নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আবার কারও স্বপ্ন তার থেকেও উচু লেবেলের" ক্যারিয়ারে ভালো কিছু করা"। কেউ ডাক্তার হতে চায়, কেউ বা ইঞ্জিনিয়ার, আবার কারওর দু'বেলা - দু'মুঠো খাবার পেলে মুখে তৃপ্তির ছোয়া মেলে। স্বপ্ন যেমনই হোক প্রতিটি স্বপ্নের সাথে পরোক্ষভাবে হলেও ক্যারিয়ার জড়িত। ক্যারিয়ারে ভালো কিছু করতে পারা প্রতিটি মানুষের কাছে আলাদা একটি স্বপ্ন। স্বপ্ন যে ধরণের-ই হোক না কেন তবু বড় করে দেখা উচিৎ এবং তা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন। সবচেয়ে ভাল হয় রুটিন তৈরি করে কাজ করতে পারলে। আরও একটি কথা স্বপ্ন পূরণে কখনো প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করা উচিৎ নয়। বরং প্রতিদিন যতো বেশি সম্ভব কাজ করে যাওয়া প্রয়োজন য