পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিখতে হলে বেশি বেশি পড়ার অভ্যাস করুন

কেউ কখনো মাতৃগর্ভ থেকে শিক্ষা নিয়ে দুনিয়াতে অাসে না। যদি আসতো তবে সবাই সমান জ্ঞানের অধিকারী হতো। সুতরাং আপনার তৃতীয় হাত কেটে ফেলুন। কি চমকে গেলেন? হ্যা ঠিকি শুনেছেন! আপনার তৃতীয় হাত তথা অযুহাত দেওয়া বন্ধ করুন। আমি পারব না বা আমাকে দিয়ে হবে না এ ধরণের মানসিকতা ত্যাগ করুন। আপনি অবশ্যই পারবেন যদি চেষ্টা করেন, লেগে থাকেন। মনে রাখবেন দূর্বল মানসিকতা সফলতার পথে সবচেয়ে বড় বাধা। শেখা ও আত্মবিশ্বাস বাড়ানোর মক্ষম উপায় হচ্ছে পড়া। তাই নিয়মিত কিছু না কিছু পড়ার অভ্যাস করুন। এতে সামনে এগিয়ে যাওয়ার নতুন নতুন আইডিয়া পাবেন।

কবিতাঃ বৃষ্টি ভেজা রাতে (POem: Bristi Veja Rate)

ছবি
কবিতাঃ বৃষ্টি ভেজা রাতে মোঃ পারভেজ হোসেন      বৃষ্টি ভেজা রাতে... যখন তুমি থাকবে আমার পাশে রাত-বিরাতে আবদার করবে, চলো না দু'জন আজ ভিজি বৃষ্টির লোনা জলে। মানা করে বলব তোমায় কি দরকার বৃষ্টি বিলাস? সর্দি লেগে যাবে যখন কষ্ট তুমি পাবে তখন... অভিমানে ঠোট ফুলিয়ে, মুখটা ঈষৎ লালচে করে বলবে তুমি আমার পানে চোখটি রেখে আগের মত বাসনা-ভাল। কি প্রয়োজন? আমার কথা শোনার তখন!! কবিতা: বৃষ্টি ভেজা রাতে (Bristi Veja Rate) ডাইরীর কথা (Dirir Kotha) কাছে গিয়ে তোমার ওই হাতটি ধরে নিব তোমায় দু'বাহুতে তুলে, থাকতে পারবে কি তখন আমার ওপর রাগটি করে                                              [হয়তো না]                তুমি হয়তো দিবে তখন আমার কপালে ভালোবাসা একে নয়তো তুমি মুখ বেকিয়ে আমার দিকে চোখ পাকিয়ে,  বলবে অভিমানে  আদিক্ষেতা আর ভাল লাগে না ধূর-ছাই।       [ সমাপ্ত ] Last Edited: Jun 24, 2021

কবিতাঃ আমার তুমি

ছবি
কবিতাঃ আমার তুমি মোঃ পারভেজ হোসেন আমার তুমি, সে তুমি যাকে নিয়ে দিবা-রাত্রি স্বপ্ন বুণী আমার তুমি, সে শুধুই তুমি যে আমার হৃদয়ের অর্ধাঙ্গিনী। আমার তুমি, সে-তো তুমি যার জন্য সকাল-সন্ধ্যা সুখ কিনি। আমার তুমি, সে তুমি যে আমার, আমি শুধুই তার-ই। আমার তুমি, সে সত্যিই তুমি যাকে নিয়ে সাজিয়েছি আমার-ধরণী আমার তুমি, সেও তুমি যার জন্য নিদ্রা ছেড়ে কবিতা লিখি আমি। আমার তুমি, সে তিনি আমার হৃদপিন্ডের ধুক-ধুকানির কারণ যিনি। এ কোন তুমি? আমার হৃদয়ে ভালোবাসার- সংস্পর্শে বুঝে নিও তুমি।              [সমাপ্ত]

কবিতাঃ মেঘের দেশের পরী

কবিতাঃ মেঘের দেশের পরী  মোঃ পারভে জ হোসেন ইচ্ছে ছিল পাখি হবো মেঘের দেশে উড়ে যাবো, সেথায় গিয়ে ঘর বানাবো হেসে খেলে দিন কাটাবো। ইচ্ছে একদিন পূরণ হলো বন্ধু পাখি দেখা দিলো, মেঘের দেশে যেতে গিয়ে পরীর সাথে দেখা হলাে। দুষ্টু পরী মিষ্টি হেসে বলল আমায় একটু কেসে, যাচ্ছো কোথায়? নাম কি তোমার? আমায় তুমি বলে তো যাও... পরীর রুপে মুগ্ধ হয়ে বললাম তারে ভালবেসে, তাঁরার দেশের রাজা আমি বন্ধু পাখি সঙ্গে নিয়ে, মেঘের দেশে যাচ্ছি আমি। চোখ রাঙিয়ে বলল পরী সেথায় তোমায় যেতে হলে, আমার পিছে আসতে হবে। পরীর পিছে ছুটতে গিয়ে স্বপ্ন বুঝি গেল ভেঙে...!!            [ সমাপ্ত ]

শর্টকাট কে না বলুন এবং সহজ কাজ করার আগে বারবার ভাবুন

সহজকে যতোটা সহজ ভাবা হয়। আসলে সহজ ততোটাও সহজ নয়। আপনি একটি কঠিন কাজ করার জন্য অনেকগুলো সহজ পথ পাবেন কিন্তু একটি সহজ কাজ করার জন্য একটিইমাত্র পথ পাবেন। যা সহজ নাও হতে পারে। মানুষ সবসময় সহজ বা শর্টকাটের পেছনেই ছুটে কিন্তু তারা বুঝতে চায় না সহজ বা শর্টকাটে কখনো ভালোকিছু পাওয়া যায় না, গেলেও সেটা দ্বির্ঘস্থায়ী হয় না। তাই শর্টকাট কে না বলুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণে অটুট থাকুন এবং পরিশ্রম করুন। মনে রাখবেন সফল হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে।

জীবণের খারাপ সময়গুলোতে নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজে সমস্যার সমাধান করুন

জীবণের খারাপ সময়গুলো একা একা পাড়ি দিতে হয়। এ সময়টাতে কেউ কারওর দিকে সাহায্যের হাত বাড়ায় না, পথ দেখায় না। নিজেকে-ই সঠিক পথের খোজ করতে হয়, ঝুকি নিতে হয়, সাহস করতে হয়। মনোবল দৃঢ় রাখার কঠিন প্রত্যয়ে নিজেকে নিমজ্জিত রাখতে হয়। তবেই তুমি ঘুটঘুটে অন্ধকার রাতের পর সদ্য জেগে উঠা সোনালি সূর্যের ন্যায় নতুন করে জেগে ওঠার শক্তি পাবে। কখনো সমস্যায় পড়লে অন্যের ওপর নির্ভরশীলতার মনোভাব ত্যাগ করে নিজে সমাধানের চেষ্টা করুন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধির সাথে সাথে আলাদা শান্তি পাবেন যা টাকা কিংবা অন্যকিছুর বিনিময়ে পাবেন না।