কবিতাঃ আমার তুমি
কবিতাঃ আমার তুমি
মোঃ পারভেজ হোসেন

আমার তুমি, সে তুমি
যাকে নিয়ে দিবা-রাত্রি স্বপ্ন বুণী
আমার তুমি, সে শুধুই তুমি
যে আমার হৃদয়ের অর্ধাঙ্গিনী।
আমার তুমি, সে-তো তুমি
যার জন্য সকাল-সন্ধ্যা সুখ কিনি।
আমার তুমি, সে তুমি
যে আমার, আমি শুধুই তার-ই।
আমার তুমি, সে সত্যিই তুমি
যাকে নিয়ে সাজিয়েছি আমার-ধরণী
আমার তুমি, সেও তুমি
যার জন্য নিদ্রা ছেড়ে
কবিতা লিখি আমি।
আমার তুমি, সে তিনি
আমার হৃদপিন্ডের
ধুক-ধুকানির কারণ যিনি।
এ কোন তুমি?
আমার হৃদয়ে ভালোবাসার-
সংস্পর্শে বুঝে নিও তুমি।
[সমাপ্ত]
মোঃ পারভেজ হোসেন
আমার তুমি, সে তুমি
যাকে নিয়ে দিবা-রাত্রি স্বপ্ন বুণী
আমার তুমি, সে শুধুই তুমি
যে আমার হৃদয়ের অর্ধাঙ্গিনী।
আমার তুমি, সে-তো তুমি
যার জন্য সকাল-সন্ধ্যা সুখ কিনি।
আমার তুমি, সে তুমি
যে আমার, আমি শুধুই তার-ই।
আমার তুমি, সে সত্যিই তুমি
যাকে নিয়ে সাজিয়েছি আমার-ধরণী
আমার তুমি, সেও তুমি
যার জন্য নিদ্রা ছেড়ে
কবিতা লিখি আমি।
আমার তুমি, সে তিনি
আমার হৃদপিন্ডের
ধুক-ধুকানির কারণ যিনি।
এ কোন তুমি?
আমার হৃদয়ে ভালোবাসার-
সংস্পর্শে বুঝে নিও তুমি।
[সমাপ্ত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন