জীবণের খারাপ সময়গুলোতে নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজে সমস্যার সমাধান করুন

জীবণের খারাপ সময়গুলো একা একা পাড়ি দিতে হয়। এ সময়টাতে কেউ কারওর দিকে সাহায্যের হাত বাড়ায় না, পথ দেখায় না। নিজেকে-ই সঠিক পথের খোজ করতে হয়, ঝুকি নিতে হয়, সাহস করতে হয়। মনোবল দৃঢ় রাখার কঠিন প্রত্যয়ে নিজেকে নিমজ্জিত রাখতে হয়। তবেই তুমি ঘুটঘুটে অন্ধকার রাতের পর সদ্য জেগে উঠা সোনালি সূর্যের ন্যায় নতুন করে জেগে ওঠার শক্তি পাবে।

কখনো সমস্যায় পড়লে অন্যের ওপর নির্ভরশীলতার মনোভাব ত্যাগ করে নিজে সমাধানের চেষ্টা করুন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধির সাথে সাথে আলাদা শান্তি পাবেন যা টাকা কিংবা অন্যকিছুর বিনিময়ে পাবেন না।

মন্তব্যসমূহ