শিখতে হলে বেশি বেশি পড়ার অভ্যাস করুন

কেউ কখনো মাতৃগর্ভ থেকে শিক্ষা নিয়ে দুনিয়াতে অাসে না। যদি আসতো তবে সবাই সমান জ্ঞানের অধিকারী হতো। সুতরাং আপনার তৃতীয় হাত কেটে ফেলুন। কি চমকে গেলেন? হ্যা ঠিকি শুনেছেন! আপনার তৃতীয় হাত তথা অযুহাত দেওয়া বন্ধ করুন।

আমি পারব না বা আমাকে দিয়ে হবে না এ ধরণের মানসিকতা ত্যাগ করুন। আপনি অবশ্যই পারবেন যদি চেষ্টা করেন, লেগে থাকেন। মনে রাখবেন দূর্বল মানসিকতা সফলতার পথে সবচেয়ে বড় বাধা।

শেখা ও আত্মবিশ্বাস বাড়ানোর মক্ষম উপায় হচ্ছে পড়া। তাই নিয়মিত কিছু না কিছু পড়ার অভ্যাস করুন। এতে সামনে এগিয়ে যাওয়ার নতুন নতুন আইডিয়া পাবেন।

মন্তব্যসমূহ