শর্টকাট কে না বলুন এবং সহজ কাজ করার আগে বারবার ভাবুন

সহজকে যতোটা সহজ ভাবা হয়। আসলে সহজ ততোটাও সহজ নয়। আপনি একটি কঠিন কাজ করার জন্য অনেকগুলো সহজ পথ পাবেন কিন্তু একটি সহজ কাজ করার জন্য একটিইমাত্র পথ পাবেন। যা সহজ নাও হতে পারে।

মানুষ সবসময় সহজ বা শর্টকাটের পেছনেই ছুটে কিন্তু তারা বুঝতে চায় না সহজ বা শর্টকাটে কখনো ভালোকিছু পাওয়া যায় না, গেলেও সেটা দ্বির্ঘস্থায়ী হয় না। তাই শর্টকাট কে না বলুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণে অটুট থাকুন এবং পরিশ্রম করুন। মনে রাখবেন সফল হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে।

মন্তব্যসমূহ