কবিতাঃ মেঘের দেশের পরী

কবিতাঃ মেঘের দেশের পরী 
মোঃ পারভেজ হোসেন

ইচ্ছে ছিল পাখি হবো
মেঘের দেশে উড়ে যাবো,
সেথায় গিয়ে ঘর বানাবো
হেসে খেলে দিন কাটাবো।

ইচ্ছে একদিন পূরণ হলো
বন্ধু পাখি দেখা দিলো,
মেঘের দেশে যেতে গিয়ে
পরীর সাথে দেখা হলাে।

দুষ্টু পরী মিষ্টি হেসে
বলল আমায় একটু কেসে,
যাচ্ছো কোথায়? নাম কি তোমার?
আমায় তুমি বলে তো যাও...

পরীর রুপে মুগ্ধ হয়ে
বললাম তারে ভালবেসে,
তাঁরার দেশের রাজা আমি
বন্ধু পাখি সঙ্গে নিয়ে,
মেঘের দেশে যাচ্ছি আমি।

চোখ রাঙিয়ে বলল পরী
সেথায় তোমায় যেতে হলে,
আমার পিছে আসতে হবে।
পরীর পিছে ছুটতে গিয়ে
স্বপ্ন বুঝি গেল ভেঙে...!!

           [ সমাপ্ত ]

মন্তব্যসমূহ